Breaking News

Responsive Ad Here
Responsive Ad Here

প্রিয় মানুষটাকে ভুলে থাকার কষ্ট কাকে বলে দেখুন মেয়ে/ছেলে সবার জন্য

Responsive Ad Here


Love ❤❤❤❤

মেয়েদের ভালোবাসার কিছু কথা, সম্পন্ন না পড়লে কিছু বুঝতে পারবেন না 👇👇যেই মেয়েটা নিজের হাতখরচের টাকা একটু একটু করে বাঁচিয়ে তোমাকে শার্ট অথবা হাতের ঘড়ি উপহার দেয়, তোমার বুঝা উচিৎ, সেই মেয়েটা জমানো টাকায় কেনা শার্টটা তার বাবাকে না দিয়ে কেন তোমাকে দিলো৷ তারপরও যদি তুমি তাকে ছেড়ে চলে যাও, তবে তুমি ক্ষমার অযোগ্য ভুল করেছো!



পরিবারের সবার চোখে ফাঁকি দিয়ে, হাজারটা কথা বানিয়ে বলে, তোমার বলা জায়গায় যেই মেয়েটা সময় মতো দেখা করতে চলে আসে, সে থেকে তোমার বুঝা উচিৎ, সে কেন তোমার জন্য এতোকিছু করছে৷ তুমি তার কি হও যে, যার জন্য সে তার পরিবারকে মিথ্যা বলছে, এই ব্যাপারটা তোমার বুঝা উচিৎ। তবুও যদি তুমি তাকে ছেড়ে দিতে চাও, তবে তুমি ভীষণ অকৃতজ্ঞ মানুষ!

যেই মেয়েটা নিজে টিফিন না খেয়ে কলেজ ফাঁকি দিয়ে পার্কে বসে তোমাকে তার টিফিন খাওয়ায়, হ্যাঁ, এই থেকে তোমার বুঝা উচিৎ, কি দরকার ছিলো তোমার জন্য তার এসব করার। কি বা হও তুমি তার, যার জন্য সে এইসব করছে। এতোকিছুর পরও তার বিশ্বাস নষ্ট করার অধিকার তোমার কখনোই ছিলো না।

১০২° জ্বর নিয়েও যেই মেয়েটা তোমাকে ম্যাসেজ দিয়ে তুমি কেমন আছো সেটা জানতে চায়, পিরিয়ডের প্রচন্ড ব্যাথা থাকা সত্বেও যে মেয়েটা হাসিমুখে তোমাকে ভালো আছি বলে, তাকে কষ্ট দেয়ার অধিকার তোমার নেই।

এতোকিছুর পরও যদি ছেলেটা তোমাকে ছেড়ে চলে যায়, এতো ভালোবাসার পরও যদি ছেলেটা তোমার ভালোবাসা না বুঝে, তবে তোমার ভেবে নিতে হবে,

"তুমি ভুল ঠিকানায় ভালোবাসা পাঠিয়েছো!" আপনার কি হচ্ছে তা লিখে অবশ্যই কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার দেবেন, তাহলে আপনার আরো বন্ধা পড়তে পারবে, পুরোটা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

My Facebook Page 👇👇👇https://facebook.com/shoyonkumar.com.bd

0 Comments