Breaking News

Responsive Ad Here
Responsive Ad Here

কর্মক্ষেত্র অফিসের সেরা কর্মী হতে হলে

Responsive Ad Here
কর্মক্ষেত্র অফিসের সেরা কর্মী হতে হলে......

অফিসে ছোটখাটো কিছু বিষয় মেনে চললে আপনার সুনাম বাড়বে
অফিসে গতানুগতিক কাজের বাইরে গিয়ে যাঁরা একটু অন্যভাবে চিন্তা করেন, অন্যদের চেয়ে আলাদা কিছু করেন, তাঁরাই সেরা কর্মী নির্বাচিত হন। নিজ কর্মক্ষেত্রে সেরা কর্মী হতে চাইলে আপনিও এই টিপসগুলো অনুসরণ করতে পারেন:

আপনার নির্দিষ্ট কাজগুলোর প্রতি মনোযোগী হন। ছোট ডায়েরিতে ব্যক্তিগত বা পারিবারিক জীবনের ঘটনাগুলো কর্মক্ষেত্রের বাইরে রাখুন।

দায়িত্বের অন্তর্ভুক্ত ছোট-বড় অনেক রকম কাজ থাকবে। তবে সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে শিখুন। প্রয়োজনে নোটবুক বা এক্সেল শিটে কাজের তালিকা তৈরি করুন। এরপর গুরুত্বপূর্ণ কাজটি বাছাই করুন।

ছোট কিংবা বড়-সব সহকর্মীকে সমান সম্মান দিন। সবাইকে সমান নজরে দেখুন। এতে অন্যরাও আপনাকে সম্মান করবেন।

সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করুন। নিজের কাজের গণ্ডির বাইরেও অন্যদের কাজ সম্পর্কেও ধারণা নিতে পারেন। কাজ শেখার এই ক্ষুধা আপনাকে অনেক দূর এগিয়ে নেবে।

কাজের প্রতি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ হন। প্রতিদিন হয়তো শতভাগ দেওয়া সম্ভব নয়, তবে নিজের সর্বোচ্চ চেষ্টা করুন।

ভুল হলে সেটা স্বীকার করে নিতে শিখুন। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো যাবে না।

যথা সময়ে অফিসে আসতে চেষ্টা করুন। সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করা বা কাউকে হিংসা করা যাবে না।

অফিস পলিটিকস এড়িয়ে চলুন। কোনো ধরনের গ্রুপিং করবেন না।
Shoyon-kumar

0 Comments